জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১৮ অক্টোবর) সদস্য সন্তানদের জন্য দুইদিনব্যাপী শিশু আনন্দমেলায় খেলাধূলা, যাদু ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি হয়েছে। শিশু আনন্দমেলা উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
সকালে শিশুরা দৌড়, অংক দৌড়, এয়ারগান শুটিংয়ে অংশ নেয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের গান ও বিশিষ্ট যাদু শিল্পী জুয়েল আইচের যাদু দেখে শিশুরা মুগ্ধ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও একেএম মহসীন । ক্রীড়া উপ কমিটির সদস্য আনোয়ার উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এ ছাড়াও ক্রীড়া উপকমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, শিরিন সুলতানা, মফিজুর রহমান খান বাবু, ডি এম আমিরুল ইসলাম অমর ও আব্দুল্লাহ মজুমদারসহ ক্লাবের সিনিয়র ও নতুন সদস্যদের উপস্থিতিতে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ক্রীড়া উপকমিটির আহবায়ক শাহনাজ বেগম পলি।
শিশুদের পুরস্কার বিতরণ করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। আগামীকাল ১৯ অক্টোবর রবিবার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোরে সদস্যদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।
