হাসান হাফিজ

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক হাসান হাফিজের জন্ম ১৫ অক্টোবর ১৯৫৫, সোনারগাঁও উপজেলায়। দীর্ঘ ৫০ বছর ধরে সাংবাদিকতা পেশায়। দৈনিক বাংলায় (আদি) পেশাজীবনের সূচনা। যুক্ত ছিলেন ভারতের কলকাতার সাপ্তাহিক দেশ, দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টিভি, আমার দেশ, পাক্ষিক অনন্যা, হ্যাপিনেস টিভি এবং দৈনিক আমাদের নতুন সময় এবং খবরের কাগজ-এর সঙ্গে। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠের সম্পাদক।
পড়াশোনা করেছেন হোসেনপুর হাইস্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতাঃ বি.এ. (অনার্স), এম.এ. (ডাবল)। সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। মৌলিক ও সম্পাদিত মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা দুই শতাধিক। একটি কাব্যগ্রন্থ বের হয়েছে কলকাতা থেকে। দুটি কাব্যগ্রন্থ দ্বিভাষিক। তার কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, স্প্যানিশ, জার্মান, ফরাসি, জাপানি,আরবি, উর্দু, হিন্দি ও চাকমা ভাষায়। সাহিত্য-সাংবাদিকতা সূত্রে তিনি ভ্রমণ করেছেন বিশ্বের ১৬ দেশ।
হাসান হাফিজ জাতিসংঘ স্বীকৃত সংগঠন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক, বাংলা একাডেমির জীবন সদস্য। প্রাপ্ত সম্মাননা ও পুরস্কারের মধ্যে রয়েছে: শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাঙ্ক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা, ডিআরইউ সাহিত্য পুরস্কার, টোনাটুনি পদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, কবি জীবনানন্দ দাশ সম্মাননা, কবিতালাপ পুরস্কার, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা ইত্যাদি।